শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.০৪মিঃ) গাজীপুর মহানগরের ঢাকা-বাইপাস সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক ও পোশাক শ্রমিক নিহত হয়েছে৷ এ দুর্ঘটনায় ছিদ্দিকুর রহামান নামে একজন আহত হয়েছেন৷
২০ আগস্ট শনিবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন, মঞ্জুরুল ইসলাম(২৫) তিনি রংপুরের মিঠাপুকুর থানার উত্তর তাজপুর এলাকার ইউসুফ আলীর ছেলে এবং শরীয়তপুরের পালং থানার কুয়ারপুর এলাকার মৃত আব্দুল খালেক খানের ছেলে খাজা আহমেদ(৩৬)৷ এ ঘটনায় স্থানীয় হায়দরাবাদ এলাকার ছিদ্দিকুর রহামান নামে একজন আহত হন৷
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন খান জানান, শনিবার ভোরে পিকআপচালক মঞ্জুরম্নল ইসলাম পুবাইলের মীরেরবাজার এলাকা থেকে চান্দনা-চৌরাসত্মার দিকে যাচ্ছিলেন৷ পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলে পিকআপ চালক মঞ্জু নিহত হন৷
এ সময় পিকআপে থাকা ছিদ্দিকুর রহামান আহত হন৷ হতাহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অপর দিকে সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় হেলাল কমপ্লেক্সে সামনে সড়ক পারাপারের সময় মাস্ট্রেট ইন্টারন্যাশনাল গার্মেন্ট কারখানার শ্রমিক খাজা আহমেদকে একটি ট্রাক চাপা দেয়৷
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান৷
এসআই মো. আরিফ হোসেন খান জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ