মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » আকষ্মিক ভাবে ঈশ্বরদীতে দু’টি বিক্ষোভ মিছিল
আকষ্মিক ভাবে ঈশ্বরদীতে দু’টি বিক্ষোভ মিছিল
ঈশ্বরদী প্রতিনিধি :: (৮ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মিঃ) যুবলীগনেতা আরিফুল ইসলাম গুলি আলম হত্যার আসামি গ্রেফতার ও বিচার দাবিতে ২২ আগষ্ট সোমবার রাতে শহরে আকর্ষিক ভাবে পৃথক দু’টি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়৷ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে যৌথভাবে এ মিছিল বের করা হয়৷ আওয়ামীলীগ নেতা মীর জহুরুল হক পুনো,প্রকৌশলী কবীর হোসেন,যুবলীগনেতা রাজিব সরকার,স্বপন ও ছাত্রলীগনেতা রাফির নেতৃত্বে পোষ্ট অফিস মোড় থেকে একটি মিছিল এবং স্বেচ্ছা সেবক লীগ সভাপতি ভিপি বিপ্লব,যুবলীগ সেক্রেটারি শফিউল আলম বিশ্বাস ,কাউন্সিলর ইউসুব আলী প্রধান,শেকল ও ব্যবসায়ী চুনুর নেতৃত্বে অপর মিছিলটি আলহাজ্ব মোড় থেকে বের করা হয়৷শহর প্রদক্ষিন শেষে মিছিল দু’টি মহিলা কলেজের সামনে এসে শেষ করা হয়৷ এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, বহিঃস্কৃত ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাস পরিকল্পিতভাবে আলমকে হত্যা করেছে৷ তারা প্রশাসনের কাছে জুবায়ের বিশ্বাসের গ্রেফতারও দাবি করেন৷ উলেস্নখ্য,সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগের গ্রুপিংয়ের কারনে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সৃষ্ট সংঘর্ষে আলম মারাত্নকভাবে আহত হবার পর রবিবার রাতে পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান