রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সিংড়ায় ৮২টি মন্ডপে পালিত হবে শারদীয় দূর্গাপূজা
সিংড়ায় ৮২টি মন্ডপে পালিত হবে শারদীয় দূর্গাপূজা

সিংড়া (নাটোর) প্রতিনিধি :: হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহত ধর্মীয় উত্সব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ ৷ ইতোমধ্যেই প্রতিমা শিল্পীরা শেষ করেছে প্রতিমা তৈরির কাজ ৷ রং তুলির আঁচড় প্রায়ই শেষ বললেই চলে ৷ নিপুণ কারুকাজে প্রতিমার নানা রূপ দিতে নির্ঘুম রাত পার করছেন প্রতিমা কারিগররা ৷ এদিকে উপজেলার পূজামন্ডপগুলো কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে জানিয়েছে উপজেলা প্রশাসন ৷
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বিহারী দাস জানান, ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ৮২টি পূজামন্ডপ দূর্গেসবের প্রস্তুতি কাজ শেষ করেছে৷ সাজসজ্জায় ইতিমধ্যে চারদিকে বিরাজ করছে দূর্গাপূজার আমেজ৷ এবার ঝুঁকিপূর্ন কোন কেন্দ্র নেই ৷
ভারপ্রাপ্ত ইএনও জাহিদুল ইসলাম জানান, হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহত এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন শানত্মিপূর্নভাবে পালন করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বদা তত্পর থাকবে ৷
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, এবার পূজায় ঝুঁকিপূর্ন কোন কেন্দ্র নির্ধারণ করা হয়নি৷ তারপরও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক পুলিশী টহল জোরদারের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবক সদস্যরাও কাজ করবে ৷
আপলোড: ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৭ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা