শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ
কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মিঃ) মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে৷
৩ সেপ্টেম্বর শনিবার পৌনে ৪টার দিকে কারাগারে তা পৌঁছায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন৷
কাশিমপুর কারা সূত্রে জানা যায়, মীর কাসেমের সঙ্গে শেষ দেখা করতে কারাগারে গেছে তার পরিবারের সদস্যরা৷ ছয়টি গাড়িতে করে ৪৫ সদস্যের একটি দল কারাগারে পৌঁছায়৷ এর আগে কারাগারে প্রবেশ করেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান৷
এদিকে ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে কারাগার পর্যন্ত সড়কের দুইপাশে কোন যানবাহনকে দাঁড়াতে দেয়া হচ্ছে না৷ সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে৷ উঁচু ভবনগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে৷ নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে গাজীপুরের পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে৷ এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও ওই এলাকায় অবস্থান নিয়েছে৷
কারাগারে প্রবেশের একমাত্র সড়কে বসানো হয়েছে একাধিক নিরাপত্তা চৌকি৷ ফাঁসিকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে৷ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সরকারি আদেশ বাস্তবায়নে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হবে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ