বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৪৭মিঃ) গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে এবং সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা৷
৭ সেপ্টেম্বর বুধবার সকালে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা একাডেমির সামনের সড়ক অবরোধ করে৷
এতে ওই মহসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ পুলিশ সকাল সোয়া ১০টার দিকে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ একই দাবিতে শিক্ষার্থীরা গত সোমবার একই স্থানে মহাসড়ক অবরোধ করেছিল৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ওই একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা (১২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় আহত হয়৷ পরে হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
এর প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই একাডেমির সামনে মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করে৷ এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়৷ এ সময় ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷
টঙ্গী থানার পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, রাস্তার উপর ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে রবিবার সকালে শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ করেছিল৷ বুধবার সকালেও একই দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে৷ শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়৷ পরে সোয়া ১০টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়৷





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন