রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সাংবাদিকদের সাথে সিরাজুল ইসলাম হাজারীর মতবিনিময়
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে সিরাজুল ইসলাম হাজারীর মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে কর্মরত স্থানীয়-জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ‘মরহুম হাজী আপ্তাব আলী হাজারী ফাউন্ডেশন’র চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাজারী৷ তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক৷ সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আসে ব্যাপক পরিবর্তন৷ বঞ্চিত-অবহেলিত মানুষরা পান তাদের প্রাপ্য অধিকার৷ বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ নিজেদের কর্মদায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বনাথের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে অবদান রাখছেন, তা প্রশংসার দাবিদার৷
তিনি ১০ সেপ্টেম্বর শনিবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের৷
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি তজম্মুল আলী রাজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন৷ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক খলিলুর রহমান, প্রেসক্লাব সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম, সংবাদকর্মী নূরম্নল ইসলাম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজুল ইসলাম হাজারী’কে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল এবং ফুলের তোড়া উপহার দেওয়া হয়৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই