শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ
গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::(১ আশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ ধর্ষণের শিকার ওই শিশুটিকে চিকিত্সার জন্য ১৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ওই ঘটনা ঘটে৷ ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা থানা পুলিশকে জানাতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন শিশুটির মা৷
ধর্ষণের শিকার শিশুটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে৷ বৃহস্পতিবার প্রতিবেশি রূপালীর সাথে সে একটি বিয়ের অনুষ্ঠান দেখতে যাচ্ছিল৷ পথে কৌশলে প্রতিবেশী আতাবুল্লার ছেলে সুমন ওই শিশুকে তাদের খালি বাড়ির একটি কক্ষে নিয়ে রূপালীকে ভয় দেখিয়ে বের করে দেয়৷ এক পর্যায়ে ওই কক্ষে শিশুটিকে সুমন ধর্ষন করে৷ এসময় শিশুটির ডাকচিত্কার শুনে রূপালী ঘটনাটি তার মাকে জানায়৷ খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে সুমন এ ব্যাপারে পুলিশকে কিছু জানালে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়৷ পরদিন শিশুটিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে ভর্তির পরামর্শ দেন৷
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. প্রণয় ভূষন দাস জানান, শিশুটি ওই হাসপাতালে ভর্তি রয়েছে৷ শুক্রবার বন্ধের দিন গাইনোকোলজিস্ট না থাকায় তাকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে৷ শনিবার চিকিত্সক হাসপাতালে গেলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ শিশুটির যাতে শারিরীক কোন সমস্যা না হয় এজন্যে চিকিত্সা দেয়া হয়েছে৷
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪