সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বকনা বাছুর ছয় লিটার করে দুধ দিচ্ছে
চাটমোহরে বকনা বাছুর ছয় লিটার করে দুধ দিচ্ছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: অবিশ্বাস্য হলেও সত্য চাটমোহরের হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামের সুরুজ মন্ডলের ছেলে রনজু মন্ডলের একটি বকনা বাছুর প্রতিদিন দুইবেলা ৬ লিটার করে দুধ দিচ্ছে৷ বকনাটি একনজর দেখার জন্য প্রতিদিন এলাকাবাসী রনজু’র বাড়িতে ভীড় জমাচ্ছেন৷
বকনা বাছুরটির মালিক ধান চাতাল শ্রমিক রনজু মন্ডল জানান, প্রায় দুই বছর পূর্বে শরতনগর হাট থেকে ২২ হাজার টাকায় তিনি ৭ মাস বয়সী বাছুরটি কিনে লালন পালন করতে থাকেন৷ বাছুরটি কখনো গর্ভবতী হয়নি এবং এর কোন বাছুরও হয়নি৷ মাস তিনেক পূর্ব থেকে বাছুরটির ওলান বড় হতে থাকে৷ কৌতুহল বশত তিনি বকনা টির দুধের বাটে টান দিলে দুধ বের হতে থাকে৷ এর পর থেকে ক্রমান্বয়ে তিনি বকনাটি দোহন করতে থাকেন৷ দুধের পরিমান বাড়তে বাড়তে বর্তমান প্রতিদিন বকনাটি ৬ লিটার করে দুধ দিচ্ছে৷ এ ব্যাপারে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণমোহন হালদার জানান, হরমনের তারতম্যের কারণে এমনটি হয়ে থাকে৷ তবে এটি স্বাভাবিক কোন ঘটনা নয়৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান