শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিশ্ব সাইক্লিং দিবসে সাইকেল র্যালি
বিশ্ব সাইক্লিং দিবসে সাইকেল র্যালি

মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ প্রতিনিধি::
১৮ সেপ্টেম্বর: বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষে নবীগঞ্জের লাল-সবুজ  সাইক্লিং  ক্লাবের উদ্যোগে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷  শুক্রবার  দুপুরে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরম্ন করে  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স প্রাঙ্গনে গিয়ে শেষ হয় ৷ এর পূর্বে  উপজেলা  পরিষেদের প্রাঙ্গনে  প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব সাইক্লিং দিবস  কর্মসূচির উদ্বোধন  করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন ৷  বিশেষ অথিতি ছিলেন  উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও  সাংবাদিক মতিউর রহমান  মুন্না ৷ লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ  মাজহারুল ইসলাম তারেকের  সভাপতিত্বেও সহ-সভাপতি মোঃ মোজাহিদ আহমদের  পরিচালনায় এতে বক্তব্য রাখেন-  ক্লাবের প্রচার সম্পাদক আমিরুল ইসলাম অমি,  বেলায়েত হেসেন বোরহান, রফিকুল,  ওহি, সামুয়েল, জাবের, ফাহিম, আপন আহমেদ  প্রমুখ ৷
প্রধান অথিতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন   বলেন- বিশ্ব জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কার্বন ডাই- অক্সাইডের নির্গমন   যান্ত্রিক যানবাহন ব্যবহার এ ক্ষেত্রে সাইকেল ব্যবহার বাড়লে যান্ত্রিক   বাহনের ওপর নির্ভরশীলতা অনেকটা কমে ৷
তিনি বলেন, প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২ হাজার ১০০ কিলোমিটার সাইকেল   চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং হৃদরোগ ও   ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে যায় ৷  যান্ত্রিক যানবাহনের  ব্যবহার  র্কাবন নিঃসরণের হারও কমে আসে ৷ শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাইকেল  ভূমিকা  অনেকে আছে৷ উক্ত বাইসাইকেল র্যালিতে  প্রায় অর্ধশত সাইক্লিষ্ট  অংশগ্রহন  করেন ৷
আয়োজকরা জানান, ১৮ সেপ্টেম্বর বিশ্ব সাইক্লিং দিবস হিসেবে স্বীকৃত ৷ তবে   বাংলাদেশে জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনত্মত   সাইকেলে আসা- যাওয়া প্রয়োজনে বা বিনোদনে সাইকেল হয়ে উঠুক আমাদের  নিত্যদিনের  বাহন ৷ শিক্ষার্থীদের মধ্যে সাইক্লিং সচেতনতা বাড়িয়ে নিত্য  প্রয়োজনে সাইকেল  ব্যবহার করলে যান্ত্রিক বাহনের ওপর নির্ভরশীলতা কমবে এবং  কার্বন নিঃসরণ  হ্রাস পাবে৷ তারা ছোট বড় সবাই এক সাথে সাইক্লিং করার আহবান  জানান ৷    

      
      
      



    রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত    
    তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি    
    রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা    
    রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট    
    কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী    
    মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন    
    রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল    
    খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান    
    চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন    
    সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি