বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
গাজীপুর সিটির ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ জারি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন৷ প্রাচীন এসব ভবন নির্মাণের পর সক্ষমতার মেয়াদ অতিক্রম করেছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সহকারী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম৷
তিনি বলেন, এসব ভবন নির্মাণ হয়েছে বহু বছর আগে৷ ভবনগুলোর নির্মাণসামগ্রী সক্ষমতার মেয়াদ অতিক্রম করেছে, কাঠামো হয়ে গেছে নড়বড়ে৷ এ ছাড়া অনেক ভবন মালিক রাজউক থেকে পস্ন্যান অনুমোদন করিয়ে অনুমোদনের অতিরিক্ত বহুতল ভবন নির্মাণ করেছেন৷
তবে নোটিশপ্রাপ্ত ভবন মালিকরা তাদের ভবন ঝুঁকিপূর্ণ নয় মর্মে সনদপত্র গ্রহণের জন্য অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করে সিটি কর্পোরেশনে সেই রিপোর্ট জমা দিতে পারবেন বলেও জানান তিনি৷
১২ অক্টোবর বুধবার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মতিন স্বাক্ষরিত নোটিশগুলো জারি করা হয়৷ আগামী বুধবারের মধ্যে ভবনের আর্কিটেকচারাল ডিজাইন, পাস করা প্ল্যান, ও সনদপত্র সংগ্রহ করে নোটিশের জবাব দিতে ভবন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷
ঝুঁকিমুক্ত সনদ জমা দেওয়ার নির্ধারিত সময় (আগামী বুধবার) অতিক্রম করার পর এসব ভবন ভেঙে ফেলার নোটিশ জারি করা হবে বলেও জানান সহকারী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম৷
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সিনিয়র নগর পরিকল্পনাবিদ স্থপতি মইনুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের ভবনের প্ল্যান পাস করার অনুমোদন নেই৷ প্ল্যান পাস করবে রাজউক৷ অনেক ভবন মালিক অবৈধভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছ থেকে পস্ন্যান অনুমোদন করিয়ে ভবন নির্মাণ করছেন৷ ফলে এসব ভবন হচ্ছে ঝুঁকিপূর্ণ৷ গাজীপুর মহানগরও ঝুঁকিপূর্ণ হয়েই গড়ে উঠছে৷
নতুন এ মহানগরকে ঝুঁকিমুক্ত করে গড়ার লক্ষ্যেই এসব নোটিশ দেওয়া হচ্ছে৷
এদিকে নোটিশ পেয়ে ভবন মালিকরা অনেকটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন৷ টঙ্গী স্টেশন রোডের ১২ তলাবিশিষ্ট আবেদা মেমোরিয়াল হাসপাতাল ভবন, খাঁপাড়া এলাকার বলেশ্বর দিঘীর পাড়ের ফারুক মিয়া, আউচপাড়া এলাকার আলম হোসেনসহ কয়েকজন ভবন মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে৷ তারা সংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান৷





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’