শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিকদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
সাংবাদিকদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, দেশে সাংবাদিকরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, যেকোন পেশা থেকে অধিক পরিশ্রম ও কষ্টের কাজ সাংবাদিকতা। এই পেশার লোকদের দিনরাত কাজ করতে হয়। তারা ব্যস্ততার জন্যে নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখেন না। ফলে অকালে অনেক সাংবাদিকদের প্রাণ হারাতে হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সদ্য প্রয়াত দৈনিক মুক্ততথ্য সম্পাদক ও প্রকাশক আব্দুল মাজেদের স্মরণে ১৫ অক্টোবর শনিবার বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আলমগীর গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী ও কৃষিবিদ ড. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের সহধর্মিনী মেহের নিগার ও ছেলে মনিরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ঢাকা উত্তরের সভাপতি মো. আনোয়ারুল হক, সাপ্তাহিক রোববার এর সহ সম্পাদক গোলাম নবী, ডেইলী নিউজ টুডে’র বিশেষ সংবাদদাতা সৈয়দ আলাউদ্দিন, দৈনিক মুক্ততথ্যের প্রধান প্রতিবেদক মোঃ সাহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ মাসুদ আলম, সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফরউল্লাহ, ত্রৈমাসিক নীড়ের ঠিকানা সম্পাদক আনোয়ারুল হক বেলাল, সাপ্তাহিক আমাদের আলফাডাঙার সম্পাদক-প্রকাশক মো. সেকেন্দার আলম শেখ ও দৈনিক মুক্ততথ্য সিনিয়র রিপোর্টার মো. নুরুল আবছার প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি