মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শুরু
রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) রাঙামাটিতে উদ্বোধন করা হলো জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার ১৮অক্টোবর সকাল ৮টা৩০ মিনিটের দিকে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেটিডিয়াম মাঠে ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা ও জেলা ক্রীড়া অফিসার স্বপন কুমার চাকমা।
প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সার্বিক উন্নয়নে যেমন কাজ করে গেছেন ঠিক তেমনি তাঁর সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ন্যয় খেলাধুলার উন্নয়নেও বর্তমান সরকার প্রাথমিক পর্যায় থেকে এ ধরনের উদ্দ্যেগ নিয়েছে৷ যাতে করে ছেলে মেয়েরা ছোট থেকেই খেলাধুলাতে আগ্রহী হয়৷ তিনি বলেন, একটি সুষ্ট সুন্দর জাতি গঠনে খেলা ধুলার কোন বিকল্প নেই৷
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) ১০টি দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ১০টি দল অংশগ্রহণ করছে৷
আগামী ২২ অক্টোবর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে৷





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি