মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিষখালি নদীতে ভাসানযাত্রা মানবন্ধন
বিষখালি নদীতে ভাসানযাত্রা মানবন্ধন
মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি ::(১০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) বরগুনায় জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উপলক্ষ্যে নদীর পাড়ে মানববন্ধন ও কলা গাছের ভেলায় ভেসে প্রতীকী ভাসানযাত্রা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক নেত্রীবৃন্দের কাছে বাংলাদেশের উপকূলীয় জনগণের পক্ষ থেকে জলবায়ু ন্যায্যতার দাবি উত্থাপনের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়।
উন্নয়ন সংগঠন জাগোনারীর উদ্যোগে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ভাঙনকবলিত ফুলঢলুয়া গ্রামে বিষখালী নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধ হাজার শতাধিক স্থানীয় অধিবাসী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন চলাকালীন সমায়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বরগুনা শাখার সভাপতি সোহেল হাফিজ এবং টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো: রোকন উজ্জামান প্রমুখ।
এর আগে টিআইবি ও ক্লিন’র মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী উপকূলীয় ৯টি জেলায় ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জলবায়ু ন্যায্যতা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
ন্যায্যতা সপ্তাহ পালনের উদ্দেশ্যে গত ১৩ অক্টোবর খুলনায় একটি ‘আইডিয়াশপ’ এর আয়োজন করা হয়। আইডিয়াশপে উপকূলীয় ৯টি জেলা থেকে টিআইবি, সনাক, ইয়েস, স্বজন ও ক্লিন’র প্রতিনিধিরা অংশ নেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন