শিরোনাম:
●   কুষ্টিয়া জেলা আ’লীগের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ ●   নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত ●   রাউজানে বজ্রপাতে কৃষকের ২টি গরুর মৃত্যু ●   গাজীপুরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত ●   সন্দ্বীপে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় চাচিকে কোপালো ●   সড়কদুর্ঘটনা এড়াতে রাবিপ্রবিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ ●   রাঙামাটি কোতয়ালী থানায় যুক্ত হলো নতুন গাড়ি ●   ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ●   কাউখালীতে চরমোনাইর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ●   লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত ●   রাঙ্গুনিয়াতে পানিতে পড়ে শিশুর মৃত্যু ●   ২০ মে রাঙামাটিতে অর্ধদিবস অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ ●   ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের কারাদণ্ড ●   প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ●   লংগদুতে সন্তু গ্রুপের সদস্যরা ইউপিডিএফ এর দুই সদস্যকে হত্যার নিন্দা ●   রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন ●   প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   সন্দ্বীপে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ ●   নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ ●   উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ ●   আগামীতে কারা দেশ চালাবে ? …সাইফুল হক ●   পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কাউখালীতে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ●   চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন ●   খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলা অবরোধ পালিত ●   শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ●   স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ ●   সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ●   কুষ্টিয়াতে সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় ভাতিজা নিহত
রাঙামাটি, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা
প্রথম পাতা » অপরাধ » ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা
৪১৫ বার পঠিত
শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা

---

ঢাকা প্রতিনিধি :: হাজার ৩৩৩ বছর আগে এই দিনে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। মুসলিম বিশ্বে এ দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালিত হয়। আর শিয়া মুসলিমরা এই শোকে নিজের গায়ে ছুরি ও শেকল পেটা করে শোক প্রকাশ করেন।

সেই শোকের দিনে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসনি দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ন্যাক্কারজন বোমা হামলা। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে হোসনি দালানবাড়ার পক্ষ থেকে দাবি একজন নয়, নিহত হয়েছেন কয়েকজন।

এ ঘটনার পর ভেস্তে যায় প্রথম মিছিলটি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় দ্বিতীয় মিছিল। হোসনি দালান থেকে শুরু করে বকশি বাজার- উন্মেষ দত্ত- হরনার রোড- লালবাগ- আজিমপুর- ধানমণ্ডি ২৭- রাইফেল স্কয়ার হয়ে ঝিগাতলা লেকে গিয়ে মিছিলটি শেষ হওয়া কথা আছে।

এই মিছিলেই যেন প্রকাশ পাচ্ছে দালানবাড়ার শোক। ইতিহাসের শোক আর সদ্য শোক মিলিয়ে তাজিয়ার শোক যেন দ্বিগুণ হয়ে গেছে। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রব উঠেছে রাজধানীর রাজপথ। হাজার হাজার নারীপুরুষ দলে দলে কালো পোশাক পরে মিছিলে যোগ দিচ্ছেন। এ মিছিল দেখার জন্য রাস্তার দুপাশেই হাজার হাজার লোকজন ভিড় জমিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থা আছেন।

মিছিল আয়োজকরা জানান, এবার মিছিলে সহস্রাধিক ‘আলাম’ (লাল নিশান) থাকবে। ঢাকার বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্র মিলিত হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। হোসনি দালানের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম তাজিয়া মিছিলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল। তবে এমন ঘটনার পরও তাজিয়ার দ্বিতীয় মিছিলটি নির্ধারিত সময়ে বের হবে।

হোসনি দালান কমিটির সভাপতি ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের দু’টি মিছিল বের হয়। প্রথমটা রাত ২টায়। সেটাতেই এ ঘটনা ঘটেছে। আরেকটা সকাল ১০টায় বের হয়। এবার সেটাকে সাড়ে ১০টায় করা হয়েছে। নিধারিত সময়েই তাজিয়া মিছিল বের হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ঐতিহ্যের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। ঘটনায় আমার স্তব্ধ, শোকাহত, বিস্মিত।’

ঘটনাস্থল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছিল। সকাল ৯টার পর হোসনি দালানের মূল ফটক খুলে দেয়া হয়।

ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষ করেছে। ডিএমপির আইটি বিভাগের কর্মকর্তারাও আছেন।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তার কাছে জানা গেছে, ঘটনাস্থল পুরোটাই সিসি টিভির আওতায় ছিল। ঘটনাটাস্থলেও আলোক স্বল্পতা ছিল না। তাই তারা আশা করছেন, ঘটনায় জড়িতদের শিগগিরই সনাক্ত করা যাবে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে ৫টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। এরমধ্যে ৩টা বিস্ফোরিত হয়েছে। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিরীক্ষা করে প্রাথমিকভাবে দেখা গেছে, বোমাগুলো একধরনের সার্কিট দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা। আর ঘটনাস্থলের পাশেই একটি কবরস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বোমা নিক্ষেপ করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ঘটনায় নিহতের নাম সাজ্জাদ হোসেন সানজু। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আহতদের ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ৩২ জনকে মিটফোর্ট হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেলে আসা ৭০ জনের মধ্যে নয় জনকে ভর্তি করানো হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। মূলত তারা স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

জানা গেছে, তাজিয়া মিছিলের প্রস্তুতির জন্য বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছিলেন। হঠাৎ করে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, তারা যখন দুলদুল ঘোড়ার পা ধুইয়ে দিচ্ছিলেন তখন হঠাৎ করে একটি টিউবলাইট ভেঙে পড়ে। এরপরই চার থেকে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে।

চকবাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব, সোয়াত ও গোয়েন্দা বাহিনীর কর্মকতারাও উপস্থিত আছেন।

স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমি জেলা প্রশাসকসহ অনেকেই উপস্থিত ছিলেন। হঠাৎই এ ধরনের ঘটনা। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এর ধিক্কার জানাই।’

হামলার বিষয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটা জঙ্গি হামলা কি না বলা যাবে কিনা তা বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হামলা।’

আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় :বেলা ০১.০৫ মিঃ





আর্কাইভ