শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উত্সব উদযাপিত
গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উত্সব উদযাপিত
ঢাকা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) মিসি সালজং বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয়, এটা গারো জনগোষ্ঠির একটা বিশ্বাস৷ এই শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে ৪ নভেম্বর শুক্রবার গারো জনগোষ্ঠি পালন করেছে এ বছরের ‘ওয়ানগালা’ বা নবান্ন উত্সব৷ ঢাকায় বসবাসরত গারো রাজধানীর বনানী মডেল হাইস্কুল প্রঙ্গণে দিনব্যাপী পূজা-অর্চনা, আলোচনা ও নাচ-গানের মাধ্যমে ঐতিহ্যবাহী এ উত্সব ‘ওয়ানগালা’ উদযাপন করে৷
ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদ নকমা দুর্জয় তজু-এর সভাপতিত্বে ওয়ানগালা উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ এর সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, এক্সিম ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হায়দার আলী মিয়া, ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস-এর সভাপতি সঞ্জীব দ্রং, ঢাকা মেট্রোপলিটান ক্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.-এর চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, ঢাকা ক্রিস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর সভাপতি বাবু মার্কুজ গমেজ , জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, আদিবাসী নেত্রী আগস্টিনা চিছাম প্রমুখ৷
শুক্রবার সকালে দেবতাদের পূজার মাধ্যমে উত্সব শুরম্ন হয়৷ এতে ‘আমুয়া’, ‘রুগালা’র মতো ধর্মীয় আচার পালন করা হয়৷ দুপুরের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে নিজস্ব ভাষায় গান গেয়ে শোনান গারো শিল্পীরা৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গারোদের ঐতিহ্যবাহী জুম নাচ৷

ওয়ানগালা একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক উত্সব৷ ওয়ানগালা উত্সব পাহাড়ি জুমচাষকে কেন্দ্র করে উদযাপিত হয়ে থাকে৷ নতুন ফসল তোলার পরে নকমা (গ্রাম প্রধান) সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন৷ এক যুগ ধরে প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে ঢাকায় বসবাসরত গারোরা এ উত্সব আয়োজন করছে৷উত্সব উপলক্ষে বনানী মডেল হাইস্কুল প্রাঙ্গণে সমবেত হয় ঢাকায় বসবাসরত কয়েক হাজার গারো আদিবাসী৷ শহুরে জীবনের কর্মব্যস্ততার ফাঁকে দিনভর তারা নিজেদের মতো করে আনন্দে মেতে থাকে৷ বিদ্যালয়ের মাঠে গড়ে ওঠা অস্থায়ী খাবারের দোকানে ঘুরে ঘুরে স্বাদ নেয় নিজেদের ঐতিহ্যবাহী নানা পদের খাবারের৷ কেউ কেউ বাসায় খাবার জন্য কিনে নেন জুমের আলু, শামুক, কাঁকড়া, কুচিয়া ৷





অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন এখনও জনআস্থা অর্জন করতে পারেনি
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
জুলাই সনদ ও গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে হবে
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক