সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১.৩০মি.) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নব নির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউ.এল.ডি.সি) উদ্বোধন, খামারী সমাবেশ ও নির্বাচিত খামারীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান ২৭ নভেম্বর রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ক্যাম্পাসে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. অখিল চন্দ্রের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মো. মেহেদী হোসেন, ইউ.এল.ডি.সি প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম আরিফুল ইসলাম।
১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ইউ.এল.ডি.সি ভবনে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষণ কক্ষ, ল্যাবরেটরী সুবিধা, আইসিটি কক্ষসহ আধুনিক প্রাণিসম্পদ সেবা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার ১৪ টি নির্বাচিত খামারীকে প্রাণিম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি খামারীদের মধ্যে জীব নিরাপত্তা সামগ্রী, ডিজিটাল স্কেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৮ শতাধিক খামারী উপস্থিত ছিলেন।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ