শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মহান বিজয় দিবসে বেতাগীতে একযোগে জাতীয় সঙ্গীত
মহান বিজয় দিবসে বেতাগীতে একযোগে জাতীয় সঙ্গীত

বেতাগী প্রতিনিধি :: (২ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.) রক্তে ভেজা স্বাধীনতা, হে আমার স্বাধীন ভুখন্ড সোনার বাংলাদেশ স্লোগানকে সমনে রেখে আজ ১৬ ডিসেম্বার সার দেশের ন্যায় বেতাগীতে মহান বিজায় দিবস উদযাপিত।
স্বাধীন আমার বাংলা ৩০ লক্ষ শহীদের জন্য পেয়েছি গৌরবমায় আমার সোনার বাংলাদেশ এরই ধারবাহিকতায় ১৬ ডিসেম্বার মহান বিজায় দিবস উপলক্ষে উদীচি শিল্পীগোষ্ঠী, বেতাগী উপজেলা শাখার আয়োজনে জাতীর এই বিজায়কে অমর করে রাখতে সারা দেশের ন্যায় উদিচী শিল্পীগোষ্ঠী আয়োজন করে ভোর ৪.৩১ মি: এ জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন। এরপর উদিচীর ডাকে সাড়া দিয়ে এতে দল বেধে সকলে পরস্পার পরস্পারে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন, এবং শহীদের সম্মানে মহান বিজায়কে অমর করতে জাতীয় পতাকা উত্তলোন করেন।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী পৌর মেয়র ও বেতাগী উপজেলা আওয়ামিলীগের সভাপতি, অালহাজ্ব এ,বি এম গোলাম করির, এবং কমিউনিস্ট পার্টির বরগুনা জেলা সভাপতি কমরেট অাবদুল হালিম, উদীচি উপজেলা সভাপতি দীপক কুমার গুহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওয়াজেদ অালী হাওলাদার, এছাড়া ও বেতাগীর সর্বশ্রেণীর অাফম জন সাধারন মানুষ এতে উপস্হীত হয়ে মহান বিজায়কে অমর করে রাখেন।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর