শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

চাটমোহর প্রতিনিধি ::  ১৬ ডিসেম্বর শুক্রবার পাবনার চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজকের এই বিশেষ দিনে চাটমোহরবাসী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেছে জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, বীর মুক্তিযোদ্ধাদের যারা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছে অসীম সাহস আর মনোবল নিয়ে। দিবসটি উপলক্ষ্যে চাটমোহর উপজেলা প্রশাসন দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করে।
১৬ ডিসেম্বর রাত ০.০১ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি করা হয় এবং মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে চাটমোহর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ এবং এর সহযোগি সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সহযোগি সংগঠন, প্রমথ চৌধুরী স্মৃৃতি সংরক্ষণ পরিষদ, চাটমোহর প্রেসক্লাব, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকা, দৈনিক চলনবিল পত্রিকা, দৈনিক আমাদের বড়াল পত্রিকা, চাটমোহর ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন  পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় বালুচর খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনা- ৩ এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। তাকে সহায়তা করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সরকার। এসময় বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাসহ সুধীজন উপস্থিত ছিলেন।   অতিথিবৃন্দ অভিবাদন গ্রহন করেন, কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শিক্ষাথীদের শারিরীক কসরত উপভোগ করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিম খানায় অবস্থানরত রোগী ও এতিমদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩ টায় চাটমোহর ডিগ্রী কলেজ খেলার মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়।

      
      
      



    সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের    
    এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত    
    ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল    
    এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান    
    সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট    
    চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার    
    চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন    
    পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন    
    চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১    
    বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান