রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকার অল্প সময়ে দেশের যে অবকাঠমোগত উন্নয়ন করেছে তা বিশ্বের একটি মাইল ফল : শেখ হেলাল উদ্দীন এমপি
সরকার অল্প সময়ে দেশের যে অবকাঠমোগত উন্নয়ন করেছে তা বিশ্বের একটি মাইল ফল : শেখ হেলাল উদ্দীন এমপি
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই ও বাগেরহাট-১ আসনের সাংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার প্রত্যান্ত গ্রামাঞ্চলে যে সমস্ত অবকাঠমোগত উন্নয়ন করেছে তা বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে স্বিকৃতি পেয়েছে। শেখ হাসিনা গরীবের নেত্রী মেহনতী মানুষের নেত্রী হিসাবে এই উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। আমাদের যে ভিশন-২০২১ তা মেয়াদের আগেই আমরা অনেকাংশে পূরণ করতে সক্ষম হয়েছি। তিনি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি এলাকায় ৮০% মানুষ বিদ্যুতায়িত হচ্ছে, আমাদের সরকার বছরের প্রথমেই সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিচ্ছেন, কোন মানুষ এখন আর না খেয়ে মরছে না। আমরা বাঙ্গালী বীরের জাতি আমরা নিজের পায়ে দাড়াতে চাই। তিনি আরো বলেন, জঙ্গিবাদ দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করে। তাই আমাদেরকে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে। তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মাত শিক্ষা চালু করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি ৮ জানুয়ারি রবিবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর পূনঃমিলনী ও ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান মনি।
অধ্যক্ষ বটুগোপাল দাশ ও প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা রাখেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় আরো বক্তব্য রাখেন পলী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী গণপ্রতি বিশ্বাস, উপজেলা আওয়ামী-লীগের সভাপতি স্বপন দাশ, বাগেরহাট পলী বিদ্যুৎ বোডের সভাপতি অসিত মুখ্যাজী মন্টু, জিএম মো. মোতাহার হোসেন, ডিজিএম এনামুল হক, জেলা আ’লীগের সহ-সভাপতি শীবপ্রসাদ ঘোষ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সুবির কুমার মিত্র, মো. খলিলুর রহমান ও মোস্তাইদ সুজা প্রমূখ।
এসময় আ,লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি সদ্য নির্মিত অর্গানিক বেতাগা কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রের উদ্ভোধন, ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্ভোধন, কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মৌভোগ পাশ্চিমপাড়া নিকারীপাড়া সড়ক নির্মান কাজের উদ্ভোধন, মৌভোগ-পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোধন, ভবনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন, শতভাগ বিদ্যুতায়িত ফকিরহাট উপজেলা এর উদ্ভোধন, শুভদিয়া-গৌরম্ভা সংযোগ সড়কের সুড়িঘাটিয়া ভোলা নদীর উপর ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা প্রাণি সম্পাদ উন্নয়ন কেন্দ্রের নতুন ভবনের উদ্ভোধন, মুক্তিযোদ্ধা সেখ বর্নি আমীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিঘাই-তেকাটিয়া সংযোগ সড়কের পার্শ্বেখালি খালের উপর নবনির্মিত ব্রিজের উদ্ভোধন ঘোষনা করেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ