বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোশাক কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরে পোশাক কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা খরতৈল এমরদেহার ভিয়েলা টেক্স লিমিটেড নামক পোশাক কারখানার ইটিপি প্ল্যান্ট থেকে কারখানার ইটিপি অপারেটরের লাশ উদ্ধার করা হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার রাতে সাইফুল ইসলাম (৩২) নামে ওই ইটিপি অপারেটরের লাশ উদ্ধার করা হয়। তিনি ১০ বছর ধরে কারখানাটি ইটিপি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, সাইফুল কারখানায় ডিউটিতে আসার পর তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী ইসমত আরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১৫ জানুয়ারি রবিবার রাত ১০টার দিকে তার স্বামী কারখানায় ডিউটিতে আসার জন্য বাসা থেকে বের হন। ডিউটি শেষে সকাল সাড়ে ৬টায় ছুটি হলে তার বাসায় ফেরার কথা। কিন্তু দুদিন ধরে তিনি বাসায় না ফেরায় বার বার কারখানায় যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষ তার স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি। পরে মঙ্গলবার টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিহত সাইফুল ইসলাম স্ত্রী, দুই সন্তানসহ তার পরিবার নিয়ে টঙ্গীর খরতৈল বসবাস করে ওই কারখানায় চাকরি করতেন।
বুধবার বিকেলে ভিয়েলা টেক্স কারখানার শ্রমিকরা তাদের ইটিপি প্ল্যান্টে একটি লাশ ভাসতে দেখে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে নিহতের স্বজন ও তার সহকর্মীরা সাইফুল ইসলামের লাশ সনাক্ত করে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে টঙ্গী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের গলায় মাফলার পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪