বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্রিধান-৭৪ চাষে ঝিনাইদহে দিনব্যাপি কৃষক প্রশিক্ষন
ব্রিধান-৭৪ চাষে ঝিনাইদহে দিনব্যাপি কৃষক প্রশিক্ষন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের ধান চাষাবাদের উন্নত কলাকৌশল বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহে সম্পন্ন হয়েছে। হারভেস্টপ্লাস বাংলাদেশের “ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগি সংস্থা হিসেবে উন্নয়ন ধারার প্রধান কার্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মোঃ আকরামুল হক, সদর উপজেলার কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, হারভেস্টপ্লাস বাংলাদেশের এআরডিও মোঃ মজিবর রহমান ও উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম, সমন্বয়কারী কৃষিবিদ প্রফুল্ল কুমার সরকার, সহযোগী সমন্বয়কারী কৃষিবিদ মোঃ রুবেল আলী। প্রশিক্ষণের সার্বিক সমন্বয় করেন কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা ও ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি।
প্রশিক্ষন কর্মশালায় বলা হয়, বাংলাদেশের মানুষের বিশেষ করে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারি মায়েদের ‘জিংক’-এর অভাব পূরণের লক্ষ্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ ও ব্রি ধান৭৪ নামের উচ্চফলনশীল জাতের ধান দুটি কৃষক পর্যায়ে চাষের জন্য ছড়িয়ে দিতে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর সহযোগিতায় চলতি বোরো ২০১৬-১৭ মৌসুমে ঝিনাইদহ জেলার সদর, শৈলকুপা, কালীগঞ্জ ও হরিণাকন্ডুু উপজেলাতে ৫০ টি প্রদর্শণী প্লট স্থাপনসহ মোট ১২০০ জন কৃষকের মাঝে উক্ত জাতের ধানবীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহ সদর, শৈলকুপা, ও কালীগঞ্জ উপজেলার ১১ জন কৃষাণী সহ মোট ৫০ জন কৃষককে ২ টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে মা ও শিশুদের মধ্যে জিংকের অভাব দূর করার ক্ষেত্রে জিংক সমৃদ্ধ জাতের ধান চাষের গুরুত্বসহ এ ধান চাষের আধুনিক কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।
এছাড়া পুষ্টিমান বিবেচনা করে বর্তমান খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য বিষমুক্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার করে ফসল উৎপাদনে উৎসাহিত করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্বুদ্ধকরণের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়।





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত