রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জামাইকে হত্যার অভিযোগে স্ত্রী-শ্বাশুড়ী আটক
জামাইকে হত্যার অভিযোগে স্ত্রী-শ্বাশুড়ী আটক
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) ওসমানীনগরে শ্বশুর বাড়ি ডেকে নিয়ে জামাইকে হত্যার অভিযোগে স্ত্রী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে। নিহত সাইফুল উপজেলার উমরপুর ইউপির আব্দুল্লাহপুর (পুর্বপাড়া) গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাদীপুর ইউপির রহমতপুর চর গ্রামের শ্বশুর নেছাওর আলীর বাড়ি থেকে সাইফুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় নিহত সাইফুলের স্ত্রী রাশিদা বেগম ও শ্বাশুড়ী ছায়া বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত সাইফুলের সাথে রাশিদার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের নভেম্বরে সাইফুল রাশিদাকে নিয়ে পালিয়ে গিয়ে তৃতীয় বিয়ে করে। সাইফুল-রাশিদার বিয়ের পর কিছু দিন সুন্দর ভাবে চলার পর রাশিদার বহুগামী পরকিয়া নিয়ে সন্দেহ করে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক ও হয়। এ করণে গত মাস দুয়েক পূর্বে রাশিদা তার বাবার বাড়িতে চলে যায়।
গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য ও সালিশ ব্যক্তিরা সাইফুলের উপস্থিতিতে রাশিদার বাবার বাড়িতে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করে তারা ব্যর্থ হন। পরে সাইফুল তার বাড়িতে চলে যায়।
শনিবার সকালে সাইফুল মারা গেছে বলে তার শ্বশুর বাড়ি থেকে খবর পায় সাইফুলের পরিবারের লোকজন। ঘটনাটি পুলিশকে জানালে শনিবার দুপুর ১টার দিকে সাইফুলের শ্বশুর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত সাইফুলের বড় ভাই আজিজুল ইসলাম অভিযোগ করে জানান, তার ভাইয়ের স্ত্রী রাশিদার সাথে রহমতপুরের নছির ও আব্দুল্লাহপুরের কাদির এবং আফজলের সাথে পরকীয়া প্রেম রয়েছে। শুক্রবার রাতে তার ভাই সাইফুলকে রাশিদা ফোন করে ডেকে নিয়ে নছির লোকজনের সহযোগীতায় তাদের বাড়িতেই সাইফুলকে হত্যা করা হয়। তিনি ভাই হত্যার বিচার দাবী করেন।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্ত্রী ও শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪