সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনী শিক্ষা, শান্তি, উন্নয়নের জন্য কাজ করছে : ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান
সেনাবাহিনী শিক্ষা, শান্তি, উন্নয়নের জন্য কাজ করছে : ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান
খাগড়াছড়ি প্রতিনিধি ::(৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.১৫মি.) পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, চাঁদাবাজদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। ঠিকাদার, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা যদি তাদের চাঁদা না দিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলে তাহলে চাঁদাবাজরা কোণঠাসা হয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা প্রদানের পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নে কাজ করছে। সাংবাদিকদের এসব ইতিবাচক দিক তুলে ধরে এলাকার প্রেক্ষাপট দেশবাসী জানানোর আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য দুলাল হোসেনের সঞ্চালনা ও সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানন আচার্য, প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল জি এম সোহাগ, রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মুজাহিদুল ইসলাম ও কেইউজে’ সহ-সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।





হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক