বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » ঢাকা » ঐতিহাসিক ৭ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি
ঐতিহাসিক ৭ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি
ঢাকা প্রতিনিধি :: ঐতিহাসিক ৭ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ১৪ পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড ৯ম তলায় আয়োজিত ‘৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এই দাবি জানান।
তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ভাষণ মুক্তিযুদ্ধে প্রেরণা ও শক্তি হিসেবে কাজ করেছে। বর্তমানেও ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে অনুপ্রাণীত ও উজ্জীবিত করে। মূলত: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। ফলে ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক পরিচালক ড. শেখ মো. ইউনুস, সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য মো. দুলাল মিয়া, মো. মাসুদ আলম, চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সদস্য লায়ন সালাম মাহমুদ, ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ, আমিরুনন্নেছা জেরীন প্রমুখ।
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান