বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » র্যাব সদস্যের স্ত্রী হত্যার দায়ে দুইজনের ফাঁসি
র্যাব সদস্যের স্ত্রী হত্যার দায়ে দুইজনের ফাঁসি
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে র্যাব সদস্যের স্ত্রী হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
৮ মার্চ বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ- দেয়া হয়।
দ-প্রাপ্তরা হলেন পটুয়াখালী সদর উপজেলার সিকেওয়া বুনিয়া এলাকার মোঃ আবুল বাশার হাওলাদার (৩৩) এবং একই উপজেলার তিওকাটা এলাকার হারুন ঘরামী ওরফে বাবুল (৪৬)। রায় ঘোষণার সময় আবুল বাশার আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম সিএইচটি মিডিয়াকে জানান, শেখ ওমর আলী বিজিবির নায়েক পদে কর্মরত ছিলেন। পরে তিনি প্রেষণে র্যাব-৪-এ সাভারের নবীনগরের ক্যাম্পে যোগ দেন। এখানে কর্মরত থাকার সময় ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে খবর পান টঙ্গীর বড়দেওড়া খাঁপাড়া রোড এলাকার বাসায় তার স্ত্রী সালমা সুলতানা সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।
পরে ওই দিনই সালমার স্বামী শেখ ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মোঃ সামসুল হক ওই মামলায় মোঃ আবদুল বাশার হাওলাদার, মোঃ হারুন ঘরামী ওরফে বাবুল, মোঃ সোনা মিয়া, রাজীব মোল্লা ও পনু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে আবুল বাশার ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির রায় ও অর্থদ- দেয় আদালত। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে পিপি মোঃ হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে মো. আসলাম সিকদার।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪