 
       
  রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর রাত ৮টায় স্বাভাবিক
কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর রাত ৮টায় স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর রাত ৮টায় স্বাভাবিক হয়েছে৷
জানা যায়, ৬ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় ওই সড়কের কামারবাড়ী এলাকায় তয়েবা ফিলিং স্টেশনের সামনে যমুনা পেট্টোলিয়ামের তেলবাহী ট্যাংকারের সঙ্গে সেভেন রিং সিমেন্টের একটি কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়৷ এর পর কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়৷ এতে সড়কের দুইপাশে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন৷ কেউ কেউ কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন৷ কোন কোন যাত্রীরা রাস্তায় বসে অপেক্ষা করছেন৷
সেভেন রিং সিমেন্ট কারখানার ট্রাক চালক ওবায়দুল (৩৫) আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, টঙ্গী থেকে কালীগঞ্জের মূলগাঁও সেভেন রিং কারখানার ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-১৮১৫) কারখানায় যাওয়ার পথে উপজেলার কামারবাড়ী এলাকায় বিপরীত দিকে ঘোড়াশাল থেকে যমুনার তেলবাহী ট্র্যাংক (নারায়ণগঞ্জ-ঢ-৪১-০০০৭) এর চাকার সাথে সংঘর্ষ হয়৷
এদিকে, পেছন দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কভার্ডভ্যান (যশোর-ট-১১-৩৩৫৭) সেভেন রিং সিমেন্ট কারখানার গাড়ীকে আঘাত করে৷ তিনি আরো জানান, ঘটনার পর থেকে তিনটি গাড়ীই ওই সড়কে পড়েছিল৷ এতে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার রাস্তা যানজট লেগে যায়৷
সিলেটগামী এনা পরিবহনের যাত্রী সৈয়দ মারুফ আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে চলতে গিয়ে প্রায়ই দেখি এই সড়কে কোননা কোন দুর্ঘটনা ঘটছে৷ এই রাস্তাটি অতিরিক্ত অপ্রশস্থ হওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে৷ আর এতে আমাদের মতো সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়তে হচ্ছে৷ কিন্তু কর্তৃপক্ষ সব-সময় উদাসীন৷ তারা কোন ব্যবস্থাই নিচ্ছে না এই সড়কটির জন্য৷ এই সড়ককে যে পরিমাণে যানবাহনের চাপ তাকে সড়কটি আরো কমপক্ষে ১০০ ফিট প্রশস্থ হওয়া দরকার৷ এতে কোন করাণে দুর্ঘটনা ঘটলেও যাত্রীরা দুর্ভোগ থেকে রক্ষা পাবে৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বিকেল সাড়ে ৫টায় আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ট্র্যাংকটির তেলভর্তি হওয়ার কারণে যান চলাচল স্বাভাবিক এখনো হচ্ছে না৷ খালি ট্র্যাংক খবর দেওয়া হয়েছে ওই ট্র্যাংকটি এলে তেল আনলোড করে রাস্তায় পড়ে থাকা তেলবাহী ট্র্যাংকটি সরাতে হবে৷ আর এতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না৷
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুর থেকে র্যাকার এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে যান চলাচল বন্ধের খবর পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের নির্দেশে গাজীপুর থেকে র্যাকার এনে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর রাত ৮টায় যান চলাচল স্বাভাবিক হয়।

 
       
       
      



 ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
    ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা     কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই
    কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই     চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
    চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের     খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
    খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা     ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
    ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ     রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
    রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট     ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
    ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু     আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
    আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ     বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
    বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন     আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত
    আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত