রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাউখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি.) যথাযোগ্য মর্যাদায় কাউখালী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ শে মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন মাঠে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কাউখালী উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ প্রথম শহিদ মিনারে পুস্পমাল্য প্রদান করেন এর পর কাউখালী থানা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল , জাতীয় পার্টি, কাউখালী কলেজ, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়, বেতছড়ি ছিদ্দিক ই- আকবর দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য প্রদান করেন।
উপজেলা প্রশাসন মাঠে এক কুচকাওয়াজ, ডিসপ্লে ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাধূলা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, সম্মিলীত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব মাহবুবল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল (ভাঃ) কমান্ডার মো. বাহার মিয়া।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রধান অতিথি কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।