রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আলীকদমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলীকদম উপজেলায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে দেশকে হানাদারা বাহিনী থেকে দখল মুক্ত করার স্বীকৃতি স্বরুপ এই সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলায় অবস্থানরত নয় জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ সংবর্ধনা গ্রহন করেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, আলীকদম থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, ৪নং কুরুপ পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। এছাড়াও সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রথম প্রহরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় পুলিশ, আনছার, ভিডিপি, গার্লস গাইড ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন ইত্যাদি।