 
       
  মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের প্রাচীনতম মার্কেটে অগ্নিকান্ড : পরিদর্শনে মেয়র
সিলেটের প্রাচীনতম মার্কেটে অগ্নিকান্ড : পরিদর্শনে মেয়র
 হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) সিলেট নগরীর বন্দরবাজার এলাকার প্রাচীনতম মার্কেট, হাসান মার্কেটে আগুন লেগে দুটি দোকানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে একটি দোকানের প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) সিলেট নগরীর বন্দরবাজার এলাকার প্রাচীনতম মার্কেট, হাসান মার্কেটে আগুন লেগে দুটি দোকানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে একটি দোকানের প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
১৭ এপ্রিল সোমবার রাত ১০-মিনিটের দিকে হাসান মার্কেটের ভেতরে সন্ধানী নামক দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এতে সন্ধানী দোকানটির প্রায় সবকিছুই পুড়ে যায় এবং পাশের আরেকটি দোকানে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া এই দোকানে আশেপাশের কয়েকটি দোকানেও কিছুটা ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুবেদুর রহমান মুন্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নগরীর বন্দরবাজারস্থ প্রাচীনতম মার্কেট হাসান মার্কেট পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ১৮ এপ্রিল মঙ্গলাবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ঘুরে দেখেন ও হাসান মার্কেট দোকান মালিক এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু, কাউন্সিলর দিনার খান হাসু, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলী, সাধারণ সম্পাদক আফজল সিরাজ পাভেল, কোষাধক্ষ্য নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, সহ সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানের শহিদুল ইসলাম, আখতার হোসেন সোহেল, সিটি সুপার মাকের্টের সভাপতি জয়নুল আহমদ, সাধারণ সম্পাদক আহমদ মিয়া ও ব্যবসায়ী নাসিম আহমদ প্রমুখ।
পরিদর্শন কালে মেয়র আরিফুল হক চৌধুরী আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন, হাসান মাকেট ব্যবাসায়ী সমিতি, সিলেট চেম্বার, ফায়াার সার্ভিস, পানি উন্নয়ন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপটে পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

 
       
       
      



 ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন
    ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন     শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
    শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন     চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার     দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই     কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন     আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
    আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন     চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়     নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
    নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি     রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
    রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত     আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা
    আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা