শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বিলুপ্ত হয়ে যাচ্ছে কারিগড় পাখি বাবুই
বিলুপ্ত হয়ে যাচ্ছে কারিগড় পাখি বাবুই
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার প্রায় জায়গাতে দেখা যেত বাবুই পাখিকে।বাবুই পাখির কিচিমিচির ডাকেই ভোর বেলা ঘুম ভাঙ্গত মায়ের যারা সংসারের জাগতিক কাজ করে থাকেন। রাঙ্গুনিয়ার বিভিন্ন পাহাড় ও এলাকার তাল গাছে বাবুই পাখি নিজেদের তৈরি করা বাসা বেধে থাকত। বর্তমানে রাঙ্গুনিয়ায় এই বাবুই পাখিকে খুব কমই দেখা যায়। এর সন্ধান এখন সহজে মেলে না, বাবুই পাখি সুন্দর অপরুপ বৈচিত্রের সাদৃশ্য ও পাখির কিছিমিছির ডাকেই মানুষ বুঝতে পারত ভোর ও সন্ধ্যাবেলা। বাবুই পাখির বাসা নৈপুন্যে শিল্পকে হার মানায় আর সৌন্দয্র্যেও অপূর্ব । কলকাকলিতে রয়েছে অনেক রকমের সুর যা মানুষকে অান্দিত করে,বাবুই পাখি বাংলাদেশের সর্বত্র পাখির চেয়ে অালাদা বাবুই পাখি নিজেদের কারিগরি দক্ষতায় তালপাতা কেটে তৈরি করে ফেলেন বসবাসের বাসা। অাজ সেই পাখি হয়ে যাচ্ছে বিলুপ্ত। রাঙ্গুনিয়া উত্তর পারুয়া এলাকার কয়েকজন পশু প্রেমিক অনুরাগীরা ২৮ এপ্রিল শুক্রবার জানান, বিভিন্ন ফাঁদের মাধ্যমে বাবুই পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখিকে নিধন করা হচ্ছে ।বাড়ি থেকে বের হলে বা প্রকৃতির হাওয়ায় ঘুরতে গেলে খুব কমে দেখা যায়। বাবুই পাখি রাঙ্গুনিয়া থেকে বিলুপ্তের পথে এসেছে বলেন তারা। কয়েকজন শিক্ষক বলেন বাবুই পাখি বাংলাদেশের অানাছে কানাছে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বর্তমানে তো রাঙ্গুনিয়ায় তেমন বাবুই পাখির সন্ধান পাওয়া যায় না বললে চলে। অাগে প্রায় শতাধিক পাহাড়ের গাছে কিংবা এলাকার তাল গাছে বেশি ভাগই দেখা যেত এখন তাও দেখা যায় না।