বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সাবেক দুই এমপির পিএস ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী
সাবেক দুই এমপির পিএস ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট ২ আসনের সাবেক দুই এমপির একানত্ম সচিব (পিএস) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ৷ তারা হলেন-সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক ও সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম ৷
সূত্রে জানাযায়, নিখোঁজ ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক আসন্ন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করতে আগ্রহী ৷ তবে দলের সমর্থন পেলে তিনি নির্বাচন করবেন৷ শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ৷ তিনিও দলের সর্মথন পেলে নির্বাচন করতে আগ্রহী রয়েছেন ৷ মঈনুল হক-কবিরুল ইসলাম দলের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানাগেছে ৷ তারা নিজনিজ এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন ৷ সাবেক দুই এমপির সঙ্গে থাকতে থাকতে তারাও এখনও জনগনের সেবা করতে চান ৷ যার ফলে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে তারা আগ্রহ প্রকাশ করেন ৷
এব্যাপারে কবিরুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এম এ পাশ করার পর থেকে জনগণের সেবা করে আসছি ৷ ২০০৩ সালের ইউপি নির্বাচনে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করি ৷ তবে ওই নির্বাচনে অল্পভোটে পরাজিত হ ই৷
তিনি বলেন, দলের হাইকমান্ড যদি আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন দেয়,তাহলে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন বলে তিনি জানান৷
মঈনুল হক বলেন, যদি বিএনপি স্থানীয় নির্বাচনে যায়, আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ইউপি নির্বাচন করব ৷ তবে এলাকার নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান ৷
আপলোড : ১০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৫ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর