বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের নবাগত ডিসি’কে জেলা রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা
গাজীপুরের নবাগত ডিসি’কে জেলা রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫১মি.)গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১৭ মে বুধবার সকালে জেলা প্রশাসকের কক্ষে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রোমান শাহ্ আলম ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের নেতেৃত্বে একটি প্রতিনিধি দল সদ্য যোগদানকারী জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। পরে জেলা প্রশাসক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জেলা প্রশাসক জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন এবং বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
সৌজন্যে সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি মো. শফিকুল ইসলাম জিতু, সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজীদ হোসেন, সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম কাঞ্চন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক কাজী মকবুল হোসেন, অর্থ সম্পাদক মো. ফজলুল হক, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোসলেম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাকিম খান, নির্বাহী সদস্য মো. মনির হোসেন সরকার, সদস্য ও সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) প্রমুখ।
উল্লেখ্য, ১৫ মে সোমবার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর জেলার দায়িত্বভার গ্রহণ করেন।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ