শনিবার ● ২৭ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ট্রাক চাপায় নিহত ২ আহত ৭
ট্রাক চাপায় নিহত ২ আহত ৭
বাগেরহাট অফিস :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৭মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ মহা-সড়কের সাইড সোল্ডার দখল করে অবৈধ বালুর হাট বসানোর কারণে দুইটি ট্যাকের মুখোমুখী সাংঘর্ষের ভিতরে পড়ে নিরীহ দুই ব্যাক্তির প্রাণহানী হয়েছে।
এসময় মুমুর্য অবস্থায় ৭জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক করলেও অপর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ২৭ মে শনিবার সকালে ঢাকা-খুলনা মহা-সড়কের কাটাখালী বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের পার্শ্বে এর্দুঘটনা ঘটে।
প্রত্যাক্ষদশীরা জানান, খুলনা হতে মংলাগামী একটি খালী ট্রাক (সিলেট-ট-১১-০২৯০) কাটাখালী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় মহাসড়কের উপর বসা অবৈধ বালুর হাটের একটি ট্রাক পজেশনের জন্য ঘুরতে যায়।
এসময় বালুর ট্রাকটি হঠাৎ রাস্তার উপর দাড়িয়ে গেলে মংলাগামী ট্রাকটি দুটি ভ্যানকে চাপা দিয়ে অপর ট্রাকের পিছনে মেরে দেয়। সেময় শতশত লোকজন দুটি ট্রাককে ঠেলে আহতদের বাহির করেন। ফলে অটোভ্যানের চালক উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের শাহাদাৎ আলীর প্রত্র ফারুক হোসেন (৩৪) ও বেতাগা ইউনিয়নের চাঁদেরডোন গ্রামের মূত. নরেন্দ্রনাথ বৈরাগীর পুত্র দুধ ব্যাবসায়ী উত্তম বৈরাগী সহ ৮জন গুরুত্বর আহত হয়।
হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে ফারুক হোসেন ও উত্তম বৈরাগী মারা যায়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক মো. সাফুর আহম্মেদ ও এএসআই মো. ফরহাদ শেখ স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে খুমেকে ভর্তি করেন। আহতরা হলে, পথচারী আলিমা বেগম (৩৪),অটোভ্যান যাত্রী রনি দাশ (২৫) অঞ্জাত (৩৪) ও ট্রাক চালকের বড় ভাই হেলফার রুমান ( ২৮)।
স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, কাটাখালী একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। তাছাড়া মহা-সড়কের দুই পার্শ্বে সাইডসোল্ডার দখল করে ঘন্টারপর ঘন্টা ট্রাক দাড়িয়ে কিভাবে বালুর হাট বসে। আর এই বালুর হাট বসার কারনে এই দুঘটনার সুত্রপাত ঘটেছে বলেও তাদের অভিযোগ। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকের চালক মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের (বর্তমানে খুলনা ৫নং ঘাট) সুলতার হাওলাদার এর পুত্র হাসান হাওলাদারকে (২২) আটক করেছেন।
এরিপোট লেখা পর্যন্ত নিহতের ঘটনায় কেউ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেনি।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ