সোমবার ● ৫ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » অবশেষে গ্রেপ্তার হলো রিপন বড়ুয়া
অবশেষে গ্রেপ্তার হলো রিপন বড়ুয়া
রাউজান প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) বাড়ী নির্মাণের সময় চাঁদার টাকা না দেওয়ায় গত ১ ডিসেম্বর ২০১৬ তারিখে রাউজান থানা অন্তর্গত ইদিল পুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মিল্টন বড়ুয়ার পিতা পুতুল বড়ুয়ার খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এই খবর সিএইসটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ডটকম অনলাইনে প্রকাশ পায়। খবর প্রকাশের পর থেকে সংবাদ মাধ্যমটির রাউজান প্রতিনিধি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর সহ-সমন্বয়কারী নয়ন বড়ুয়াকে বিভিন্ন সময় হত্যার হুমকি প্রদান করে দুর্বৃত্ত্বরা । এক পর্যায়ে গত ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে সকাল ৮টা ৩০ মিনিটে মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় নয়ন বড়ুয়ার পথ আটকায় রিপন বড়ুয়া (পিতা-সুজিত বড়ুয়া), শ্যামল বড়ুয়া (পিতা মৃত বঙ্কিম বড়ুয়া), রনি বড়ুয়া (পিতা- গপন বড়ুয়া)।
কোন কথা বলার সুযোগ না দিয়ে মোটর সাইকেল ভাংচুর সহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে নয়ন বড়ুয়াকে। পরে স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার পর নয়ন বড়ুয়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে রিপন বড়ুয়া (পিতা-সুজিত বড়ুয়া), শ্যামল বড়ুয়া (পিতা মৃত বঙ্কিম বড়ুয়া), রনি বড়ুয়া (পিতা- গপন বড়ুয়া) বিরুদ্ধে মামলা করেন।
আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম র্দীঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা খুঁজে পান এবং উপরোক্ত তিনজনকে আসামী করে আদালতে চার্জশীট দেন। পরে আদালত আসামী রিপন বড়ুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী ও অপর দুই আসামী শ্যামল বড়ুয়া ও রনি বড়ুয়ার বিরুদ্ধে সমন জারী করেন। গ্রেপ্তারী পরোয়ানা রাউজান থানায় পৌঁছলে আজ ৫ জুন ২০১৭ তারিখ দিবাগত রাত সাড়ে ১২ টায় এস আই আল-আমিনের নেতৃত্বে আসামী রিপন বড়ুয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন।





রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০
প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি
রাঙামাটিতে গ্রাম্য সালিশে যুবককে মধ্য যুগীয় কায়দায় জুতার মালা পরানোর দৃশ্য পেইজবুকে ভাইরাল হওয়ার ৬দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি
খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে খলশানি বিক্রির ধুম
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা
খাগড়াছড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ৫ জনকে চিকিৎসার জন্য পাবনা প্রেরণ
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন