শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত ●   নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে : সাইফুল হক ●   কাউখালীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ●   রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ●   কাপ্তাই হ্রদ বাঁচাতে দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছে রাঙামাটিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ●   কল্পনা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ ●   নিখোঁজ তরুণী উদ্ধার হওয়ার পরেও বাড়িতে ফেরাতে পারেনি পরিবার ●   ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা ●   গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে ●   বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত-৪ ●   বান্দরবানে শিশু আইন-২০১৩ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা ●   রাঙামাটি কোতয়ালী থানায় মাদকসহ গ্রেফতার-৫ ●   ঘোড়াঘাটে খাদ্য গুদাম সিলগালা কর্মকর্তা উধাও ●   নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন সাংবাদিক লিয়াকত ●   সন্দ্বীপে ভিক্ষুক পুনর্বাসনে গবাদি পশু বিতরণ ●   লন্ডনে এনায়েত খান মহিলা কলেজের সকল সদস্যদের মিলন মেলা ●   রেলের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মত ●   কাপ্তাই লেকে বেআইনী অবকাঠামো নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা দেড় বছরেও বাস্তবায়ন হয়নি ●   মহান মে দিবস ও শ্রমিকশ্রেণীর মুক্তির সংগ্রাম ●   পার্বত্য চট্টগ্রামের বন ঝুঁকিপূর্ণ, সংরক্ষণের জন্য এর জরিপ করা প্রয়োজন : কুজেন্দ্র লাল ত্রিপুরা ●   আত্রাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ●   ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ●   স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ●   সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারলেই স্মার্ট নাগরিক হওয়া সম্ভব : পার্বত্য প্রতিমন্ত্রী ●   রুমার জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুইটি মরদেহ উদ্ধার ●   কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা ●   মিরসরাইয়ে এসএসসি ২০২০ ব্যাচের দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ●   ২০২৩ সালের সেরা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ
রাঙামাটি, রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নেত্রকোনা » অপার সৌন্দর্য্যের লীলাভূমি খালিয়াজুরী উপজেলায়
প্রথম পাতা » নেত্রকোনা » অপার সৌন্দর্য্যের লীলাভূমি খালিয়াজুরী উপজেলায়
৯০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপার সৌন্দর্য্যের লীলাভূমি খালিয়াজুরী উপজেলায়

---, খালিয়াজুরী, নেত্রকোনা থেকে ফিরে হাফিজুল ইসলাম লস্কর :: (২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৭মি.) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় যেন অপার সৌন্দর্য্যের লীলাভূমি, মহান আল্লাহর সৃষ্টির অপরুপ সৃষ্টি সোন্দর্য্যের নিদর্শন। মায়াবী ধনু সাগরের বুকে জেগে উঠা দীপচর বাংলাদেশের প্রাচীনতম বড় দ্বীপ। তারই চারপাশে সাগর’র মধ্যখানে দ্বীপ উপজেলা খালিয়াজুরী।

দ্বীপের চার কূল ঘেসে প্রাকৃতিক সুন্দর্য্যের অপরূপ নিদর্শন, সবুজের সমরোহে ঘেরা সবুজ বেষ্টুনী। মধ্যে পৃথিবীর সপ্তাশ্চার্য্যের অন্যতম নিদর্শন খালিয়াজুরী লেপসিয়া বাজার। এই বাজারের সোন্দর্য অনুভব করা যায় কিন্তু লিখে বোঝানো সম্ভব নয়।

খালিয়াজুরী উপজেলায় মনোমুগ্ধকর স্থানসমুহের মাঝে অন্যতম হল চাকুয়া ইউনিয়ন এবং সেই ইউনিয়ন’র লেপসিয়া বাজার, এছাড়া রয়েছে কমলার দিঘী। যেই দেখার সাথে সাথেই মানসপটে ভেসে ওঠে কমলার দিঘীর জলে ডুবে অন্তধানের কথা, যা ছোট্ট বেলায় দাদীর কাছে শুনেছি। খালিয়াজুরী উপজেলার কমলার দীঘি দেখতে প্রতি দিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমি হাজারো দর্শনার্থী।

কবির ভাষায়, সৌন্দর্য উপভোগ করতে হলে সোন্দর মনের প্রয়োজন। সকলের চোখে সোন্দর্য ধরা দেয়না। এখানে তারাই আসেন যাদের মন, মানসিকতায় থাকে প্রাকৃতিক সবুজ রেষ্টুনীর সমারোহ নদী-নালা, সাগর, মহাসাগরের মুক্ত বাতাস সংস্পর্সের দৌলা। এর অপরুপ সোন্দর্য যেন প্রকৃতিকে কাছে টানে। খালিয়াজুরী সোন্দর্য যেন কবি’র কাব্যে লেখা কবিতা, শিল্পীর রং তুলির ছোয়ায় আকা শ্রেষ্ট চিত্রকর্ম। সপ্নদষ্টার শ্রেষ্ট স্বাপ্নিক ছবি।

বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যটকেরা ঘুরে বেড়ায় পৃথিবীর সোন্দর্য অবলোকনের জন্য। পৃথিবীর সোন্দর্য অবলোকনে লক্ষ লক্ষ টাকা খরচা করে পৃথিবীর সোন্দর্য অবলোকনের ক্ষেত্রে কমযাননা আমাদের দেশের সোন্দর্য প্রিয় বাংলা মায়ের দামাল ছেলেরা।

লক্ষ টাকা খরছ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে গেলেও সেই সবস্থানে প্রাকৃতিক দৃশ্য দেখা মিলে খুব কম, সবই কৃত্রিম স্থাপত্যের নিদর্শন। অথচ বাড়ীর পাশেই রয়েছে প্রকৃতিক সৌন্দর্যের অপরুপ নিদর্শন খালিয়াজুরীর লেপসিয়া বাজার, কমলার দিঘী। অথচ আমাদের দেশের আনাচে কানাচে রয়েছে প্রকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার।

খালিয়াজুরীর কমলার দিঘীর পাড়ে দেখা হল এক তরুন ভ্রমন পিপাসু সোন্দর্য প্রেমিকের সাথে। তিনি মীর তোফায়েল আহমেদ, কথা প্রসঙ্গে জানা গেল তিনি এ এলাকারই সন্তান। সোন্দর্যের টানে তিনি অনেক স্থানই ভ্রমন করেছেন, কিন্তু কমলার দিঘি ও লেপসিয়া বাজার সমসময় তাকে মুগ্ধ করে। তাই হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় পেলে ছুটে সোন্দর্যের টানে মুগ্ধতার আবেশে প্রিয় কমলার দিঘি ও লেসপিয়া বাজারে।

সেই তিনি ক্ষোভ প্রকাড করে বলেন, আমাদের দেশ প্রকৃতিক সোন্দর্যের লীলাভূমি অতচ প্রচার প্রচারনার এবং দেশদ্রৌহী কতিপয় হিংসুক মানুষের কারনে আমাদের দেশের প্রকৃতিক সোন্দর্যগুলো ধবংস প্রায়। সেই সাথে পরিচর্যার অভাবে বিলীন হচ্ছে প্রকৃতিক ও ইতিহাসিক নিদর্শনসমুহ।

সেই সাথে বঙ্গবন্দুর আদর্শ সৈনিক ছাত্রলীগ নেতা মীর তোফায়েল আহমেদ আরো বলেন আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ও পর্যটন মন্ত্রনালয়কে জ্ঞাতার্থে বলছি, খালিজুরীসহ আমাদের প্রকৃতিক সোন্দর্যের তীর্থস্থান বঙ্গমাতার অপার প্রকৃতিক সোন্দর্যকে পরিচর্যা ও প্রচার প্রচারনার মাধ্যমে বিশ্বের দরবারে প্রিয় জন্মধাত্রী বাংলাদেশকে উপস্থাপন করুন। সেই সাথে পর্যটন আকর্ষনে এই খাতে বরাদ্ধ বৃদ্ধিকরে এবং এই খাতে বিনিয়োগে ব্যবসায়ীদের আকৃষ্ট করুন।

উল্লেখ্য, মীর তোফায়েল আহমেদ, খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে খালিয়াজুরী উপজেলা সভাপতি হিসাবে দায়িত্ব্ রয়েছেন।





আর্কাইভ