রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মোহন রবিদাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা শ্রমিকের প্রথম সন্তান : তথ্যটি মিথ্যা
মোহন রবিদাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা শ্রমিকের প্রথম সন্তান : তথ্যটি মিথ্যা
রিগ্যান কুমার কানু :: মিথ্যা তথ্য দিয়ে ২০১৫ সালে মোহন রবিদাস জয় বাংলা পুরস্কার পেয়েছে। যেখানে বলা হয় জাগরন যুব ফোরামের সংগঠনের সভাপতি মোহন রবিদাস এই সংগঠনের দেশের ২৪০টি চা বাগানে কমিটি রহেছে, ২৪০টি চা বাগানে কম্পিউটার প্রশিক্ষণ দেয়, ২৪০টি চা বাগানে মানবাধিকার কর্মী গঠন করে যা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। যার কমিটি ও কার্যক্রম শুধুমাত্র শমশেরনগর চা বাগানে রহেছে। অন্যকোন বাগানে তাদের কমিটিসহ উল্লেখিত কোন কার্যক্রম হয়নি। আপনার জানা আছে কোন বাগানে আছে?
এমনকি সংগঠনের সভাপতি মোহন রবিদাস নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা শ্রমিকের প্রথম সন্তান হিসেবেও উল্লেখ করেছে। এই তথ্যটিও মিথ্যা। তার পূর্বেও চা শ্রমিক সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছে। সে বলছে ব্যক্তিগত উদ্যোগে কাজ করায় নাকি তাকে এ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তাহলে ব্যক্তিগতভাবে যা করেছেন তাই বলতেন। সেটার উপর ভিত্তি করে পুরস্কার নিতেন।
শমশেরনগরে যে কম্পিউটার ট্রেনিং সেন্টার সেটা ভূয়া তথ্য দিয়ে পুরষ্কার পাবার পর ইয়াং বাংলা কর্তৃক দেয়া হয়েছে। পুরষ্কার পাবার পর এই ট্রেনিং সেন্টার পেয়েছে। নিজের টাকায় করে নাই।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা