রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » মিয়ানমার সরকার যেটি করেছে, সেটি গণহত্যার শামিল : মানবধিকার কমিশন চেয়ারম্যান
মিয়ানমার সরকার যেটি করেছে, সেটি গণহত্যার শামিল : মানবধিকার কমিশন চেয়ারম্যান
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) রাখাইন রাজ্যে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা নাগরিকদেরকে দেখতে শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
রবিবার ১০ সেপ্টেম্বর জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক উখিয়ার ২টি অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গাদের করুণ বর্ণনা শোনেন। এ সময় তিনি গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন।
তিনি বলেন, মিয়ানমার সরকার যেটি করছে, সেটি গণহত্যার শামিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যা ঘটেছিল, মিয়ানমারের আরাকানে অনুরূপ ঘটনাই ঘটেছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমরা এ তথ্যই পেয়েছি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক আরো বলেন, ওপারে নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়াটাই রোহিঙ্গা সমস্যার মূল সমাধান নয়। পরিস্থিতি শান্ত হলেই তাদের পুনরায় নিজ দেশে ফিরে যেতে হবে। প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে জাতীয় মানবিধকার কমিশনের প্রতিনিধি দলের সদস্য, কক্সবাজার জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩