সোমবার ● ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জে বাস চাপায় এক পথচারীর নিহত
নবীগঞ্জে বাস চাপায় এক পথচারীর নিহত
হবিগঞ্জ প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৪৯মি.) ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সাগরিকা পরিবহণের বাস চাপায় এক পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে । স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন মহাসড়ক নিকটবর্তী বানুদেব গ্রামের মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে মটাই মিয়া (৫৫)।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহণের একটি বাস থাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয় ।
এসময় ঘাতক বাসটি পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মৃত্যুর খুলে ঢলে পড়েন।
এদিকে মটাই মিয়ার মৃত্যুর খবর তার নিজ এলাকায় পৌঁছা মাত্রই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখে ।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েকশতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ।
পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক করি,ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। মটাই মিয়ার মৃত্যুতে তার পরিবারের চলছে শোকের মাতম।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০