বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেট নগরীতে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান অব্যাহত
সিলেট নগরীতে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান অব্যাহত
সিলেট প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২১মি.) সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেলে হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অভিযানে ৩৬ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে গাড়ির ব্যবহৃত হাইড্রোলিক হর্নও খুলে নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নগরীর প্রায় ১৬টি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। দু’দিনের অভিযানে সর্বমোট ৮৩টি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেলের বিকট শব্দ শ্রবণশক্তির সহ্য ক্ষমতায় চাপ পড়ে। এতে মানুষের শ্রবণশক্তি হ্রাস পায়।
এছাড়া শব্দদূষণ মানুষের উচ্চ রক্তচাপ, মানসিক অসুস্থতা, স্নায়ুবিক বৈকল্য, আত্মহত্যার প্রবণতা, আক্রমণাত্মক মনোভাবের উদ্রেক বাড়িয়ে দিতে পারে। তাছাড়া শিশুদের মেধার বিকাশ বাধাগ্রস্তও হয় শব্দদূষণের ফলে।
গত ২৩ আগস্ট রাজধানী ঢাকায় চলাচলকারী যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২৭ আগস্টের পর কোন গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে ওই পরিবহন জব্দেরও নির্দেশ দেন আদালত।
ওই রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোন যন্ত্র ব্যাবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং