রবিবার ● ৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনা বঞ্চিত-শোষিত মানুষের পক্ষে কাজ করেন
শেখ হাসিনা বঞ্চিত-শোষিত মানুষের পক্ষে কাজ করেন
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩ মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঞ্চিত-শোষিত মানুষের পক্ষে কাজ করেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে দেশের মানুষেরা যেমন নিজেদের প্রাপ্য অধিকার পান, তেমনি মায়ানমার থেকে আসা রোহিঙ্গারাও পেয়েছেন বিনামূল্যে খাবার ও চিকিৎসা এবং নিরাপদে আশ্রয়। যে কারণে জাতিসংঘে বিশ্ব নেতাদের প্রশংসা পেয়েছেন বাংলার প্রধানমন্ত্রী।
তিনি আরোও বলেন, আগামী নির্বাচনে ভোট দিয়ে প্রত্যেক এলাকাতে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে হবে। কারণ জাতির জনকের কন্যার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা লুটপাঠে বিশ্বাসী নয় বলেই ‘কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, বিদ্যুৎ, যোগাযোগ’সহ দেশের ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।
তিনি ৮ অক্টোবর রবিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়ন পরষিদ কমপ্লেক্সে ‘বন্যা ও অতি বৃষ্টিতে’ ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ‘প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এলাকার ৬৭০টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি নগদ ৫শত টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার আবুল খয়ের।





শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার