বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ক্ষোভে পরিনত
কুয়াকাটায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ক্ষোভে পরিনত
পটুৃয়াখালী প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৯মি.) কুয়াকাটা ব্যবসায়ী ও পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক আয়োজিত মতবিনিময় সভা ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের বাকযুদ্ধের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা রাখাইন মার্কেট চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের সমন্বয়হীনতা নিয়ে উভয় প্রতিষ্ঠানের পুলিশ কর্মকর্তারা বক্তব্য দেন।
একপর্যায়ে ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে পুলিশের আয়োজিত মতবিনিময় সভাটি ক্ষোভ ও হতাশায় পরিনত হয়। কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মদ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর যথাক্রমে শাহ আলম হাওলাদার, সাগর মোল্লা ও তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ।
সভার শুরুতে কুয়াকাটার ব্যবসায়ীরা তাদের বক্তব্যে একাধিক চুরির ঘটনা তুলে ধরেন। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশের এত বড় পুলিশি বহর থাকতেও কেন বার বার চুরির ঘটনা ঘটছে তার সমাধান সম্পর্কে ব্যবসায়ীরা জানতে চান।
পরে মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি আব্দুল করিম তাদের বক্তব্যে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেন। এভাবে পুলিশের বক্তব্যে চরম সমন্বয়হীনতা প্রকাশ পায়। পুলিশের এমন কাঁদা ছোঁড়াছুঁড়ি বক্তব্যে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দেয়।
এক পর্যায় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব তাদেরকে বাকযুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয়দের নিয়ে অপর একটি সভা ডাকার আহবান জানান।
এরপর আগামী ১৭ অক্টোবর ওই সভার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত দেন মহিপুর থানার ওসি। এমনসব ক্ষোভ ও অসন্তোষের মাঝে পুলিশের দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বক্তব্যের ইতি টানা হয়।
উল্লেখ্য, গত এক সপ্তাহে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন দু’টি দোকান, একটি হোটেল ও একটি বাসায় চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দেয়।





পটুয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ যুবদল নেতা তসলিম এর বিরুদ্ধে
পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবা সহ ১৬ জন গ্রেফতার
পটুয়াখালীতে জমি নিয়ে হামলায় আহত-২
পটুয়াখালীতে আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত
জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৮টি পাখি মাছ
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তিল চাষ
পটুয়াখালীতে দুই সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ
গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ
গলাচিপায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার-২
কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা