রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » নান্দাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রুমা
নান্দাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রুমা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) ময়মনসিংহের নান্দাইলে ‘ঘাস ফড়িং’ নামের একটি ছাত্রী সংগঠনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রুমা আক্তার (১৪)। রুমা স্থানীয় খালবলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং রসুলপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে।
আজ ১৫ অক্টোবর রবিবার দুপুরে নান্দাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার ‘ঘাস ফড়িং’ এর সদস্যদের সাথে নিয়ে রসুলপুর গ্রামে গিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে স্থানীয় খালবলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুমা আক্তারের সাথে রবিবার দুপুরে চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি গ্রামের এক ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে এ সময় নান্দাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার ‘ঘাস ফড়িং’ এর সদস্যদের সাথে নিয়ে রসুলপুর গ্রামে গিয়ে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে এ বাল্য বিয়ে বন্ধ হলে রক্ষা পায় ওই স্কুল ছাত্রী।
নান্দাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের অভিভাবককে বুঝিয়ে সকলের সহযোগিতায় স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করা হয়।
প্রসঙ্গতঃ নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ জন ছাত্রীর সমন্বয়ে গড়ে উঠা ‘ঘাস ফড়িং’ নামের এ সংগঠনটি ইতোমধ্যে বেশ কিছু বাল্য বিয়ে বন্ধ করে এলাকায় প্রতিবাদী হিসেবে নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি সমাজ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। ছবি : প্রোফাইল ।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা