বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » আওয়ামীলীগ নেতা খগেশ্বর ত্রিপুরা‘র বাড়ীতে হামলার প্রতিবাদে মানববন্ধন
আওয়ামীলীগ নেতা খগেশ্বর ত্রিপুরা‘র বাড়ীতে হামলার প্রতিবাদে মানববন্ধন
পানছড়ি প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.২৯মি.) পানছড়ি ডিগ্রী কলেজ, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, নালকাটা উচ্চ বিদ্যালয় এবং বহু প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, শিক্ষানুরাগী, ৪নং লতিবান ইউপি‘র তিনতিন বারের নির্বাচিত চেয়ারম্যান, ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য খগেশ্বর ত্রিপুরা‘র বাড়ীতে হামলার নিন্দা ও হামলারকারীদের শাস্তির দাবী জানিয়ে মানববন্দন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি দিয়েছে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, নালকাটা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকগন।
আজ বুধবার দুপুর ২টার দিকে নালকাটা উচ্চ বিদ্যালয়ের সামনে ও পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকগন খাগড়াছড়ি-পানছড়ি সড়কে মানববন্ধন শেষে বিকাল ৩টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর মাধ্যমে, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা ও প্রধান শিক্ষক আনিস দত্ত চাকমা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি প্রদানের পূর্বে নালকাটা বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আনিস দত্ত চাকমা, অরুণ বিকাশ ত্রিপুরা, মনিসা চাকমা, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা, সাতকান্দু বিকাশ চাকমা ও শিক্ষার্থী সুমি আক্তার প্রমূখ।
স্বারকলিপিতে ৩দফা দাবী তুলে ধরা হয় হয়। দাবী গুলোর মধ্যে রয়েছে : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার বাড়িতে হামলাকারীদের সুষ্ট তদন্তের মাধ্যমে শনাক্ত করে শাস্থি দিতে হবে, ভবিষৎ এ ধরনের যাহাতে অনুরুপ ঘটনা না ঘটে তাহার ব্যাবস্থা গ্রহণ করতে হবে ও সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম স্বারকলিপি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।





ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক