মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » ক্রীড়া প্রতিভা অন্বেষন প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান
ক্রীড়া প্রতিভা অন্বেষন প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান
ক্রীড়া প্রতিবেদক :: (৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৭ এর চার মাসের ক্যাম্প শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিকেএসপিতে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপি’র মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বিভিন্ন ক্রীড়া বিভাগের ৮৯ জন প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) এ,বি্,এম রুহুল আজাদ, উপপরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও কোর্স সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্তী। বাকী ১১১ জনকে বিকেএসপি’র আঞ্চলিক কেন্দ্র সমূহ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে সনদ প্রদান করা হয়।
চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৭৫ জন ক্রিকেটারের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন ও সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
এ বছরের এপ্রিল মাসে দেশের ৬৪টি জেলার সত্তুর হাজার অংশগ্রহণকারী ছেলে-মেয়েদের মধ্য থেকে বাছাইকৃত ১ হাজার জন খেলোয়াড়দের প্রথমে এক মাসের এবং পরবর্তীতে ১হাজার জনের মধ্য থেকে ২শত জনকে নিয়ে দ্বিতীয় পর্বের ৪মাসের ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৪ মাস মেয়াদে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ক্যাম্প হতে চূড়ান্তভাবে বাছাইকৃত যোগ্য প্রশিক্ষণার্থীদের বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে।
উল্লেখ্য ২০১৭ সালে ভর্তিকৃতদের ৮০% ছিল এ প্রকল্পের প্রশিক্ষণার্থী ।





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি