মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আবাসিক হোটেলে অভিযান, যৌণকর্মী ও খদ্দেরসহ ১৭ জনের কারাদন্ড
আবাসিক হোটেলে অভিযান, যৌণকর্মী ও খদ্দেরসহ ১৭ জনের কারাদন্ড
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৭অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৩১মি.) গাজীপুরের একটি আবাসিক হোটেলে ১৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১৪ তরুণী ও যৌণকর্মী এবং ৩ খদ্দেরসহ মোট ১৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বি এম কুদরত-ই-খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার হোটেল এশিয়াসহ কয়েকটি আবাসিক হোটেলে সরকারী আদেশ অমান্য করে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবের আলম ও তানিয়া ভূঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে অভিযান চালায়। এসময় হোটেল এশিয়া থেকে ১৪জন তরুণী ও যৌণকর্মী এবং ৩ জন খদ্দের ও দালালসহ মোট ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
এসময় অভিযানের খবর পেয়ে আশেপাশের হোটেল রাজধানী ও ময়নামতিসহ অন্যান্য হোটেলগুলো তালাবদ্ধ করে সেখান থেকে হোটেল কর্মচারীরাসহ যৌণকর্মী ও খদ্দেররা পালিয়ে যায়। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত এসময় হোটেল ভবন মালিককে সতর্ক করে দেয়।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং