মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত : সাবেক সেনাপ্রধান
বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত : সাবেক সেনাপ্রধান
চট্টগ্রাম প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ির দেশ নয়। ক্ষুধা, দারিদ্র্যতা ও মঙ্গায় জর্জরিত নয় বাংলাদেশ। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলতো এবং বাঁকা চোখে দেখতো বাংলাদেশকে, আজ তারাই ভাবছে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত। সাবেক সেনাপ্রধান চট্টগ্রামের কৃতি সন্তান লে. জেনারেল (অব.) হারুন উর রশিদ বীর প্রতীক ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাথে মতবিনিময়কালে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
সাবেক সেনাপ্রধান চট্টগ্রামের কৃতি সন্তান লে. জেনারেল (অব.) হারুন উর রশিদ বীর প্রতীক এর সাথে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল ২০ নভেম্বর বিকাল ৫টায় নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ কালে প্রধান অতিথির বক্তব্য সাবেক সেনাপ্রধান বলেন, শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন ডিজিটাল সুবিধা পৌঁছেছে। বদলে যাচ্ছে গ্রাম অঞ্চলের দৃশ্যপটও। সেদিন আর দূরে নয়, বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অনুস্মরণীয় হয়ে উঠবে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও ডিজিটাল বাংলাদেশের প্রচারক স.ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন, ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
এ সময় মতবিনিময়কালে সাবেক সেনাপ্রধান চট্টগ্রামের কৃতি সন্তান লে. জেনারেল (অব.) হারুন উর রশিদ বীর প্রতীককে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত