মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাটোরে নিখোঁজের দুই দিন পর স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাটোরে নিখোঁজের দুই দিন পর স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি::নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামের সাধন কর্মকার (৪২) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ বাঘা থেকে উদ্ধার করা হয়েছে৷ সোমবার সকালে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা রেলগেট এলাকার রেল লাইনের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়৷ সাধন পাঁকা গ্রামের মৃত নন্দ কর্মকারের ছেলে এবং বাঘা উপজেলার আড়ানী বাজারের স্মৃতি জুয়েলার্সের স্বত্ত্বাধিকার৷ স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সাধন কর্মকার শনিবার রাতে আড়ানী বাজারের নিজের জুয়েলারী দোকান থেকে বাড়ি ফিরেন৷ এরপর ওই রাতেই আবার তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরেননি৷ অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় বিষয়টি বাগাতিপাড়া থানা পুলিশকে মৌখিকভাবে জানান তার পরিবারের লোকজন৷ এ ঘটনার দুইদিন পর সোমবার সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে৷ এরপর সাদনের পরিবারের লোকজন জানতে পেরে লাশ সনাক্ত করে বাড়ি নিয়ে যায়৷ এদিকে ঘটনাস্থল রাজশাহীর বাঘা এলাকা হওয়ায় বাঘা থানা পুলিশ এবং রেল লাইনের পাশে হওয়ায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠান৷ বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হতে পারে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪