বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন মেধাবী ছাত্রী মিথিলা বাঁচতে চায়
চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন মেধাবী ছাত্রী মিথিলা বাঁচতে চায়
ময়মনসিংহ অফিস :: (১৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সাদিয়া তাবাসুম মিথিলা সকলের সহযোগিতায় বাঁচার আকুতি জানিয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর দত্তপাড়া কালিবাড়ি রোড়ের বাসিন্দা ও পাইকুড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম রতনের মেয়ে। ফুটফুটে মেধাবী ক্যান্সার আক্রান্ত সাদিয়ার চিকিৎসা চালাতে গিয়ে সহায় সম্বল বিক্রি করে ইতোমধ্যে প্রায় দশ লক্ষাধিক টাকা ব্যয় করে ফেলেছেন তার পরিবার। বর্তমানে অর্থাভাবে চিকিৎসার খরচ চালাতে বাবা অক্ষম হয়ে পড়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন সাদিয়া বাাঁচার আকুতি জানিয়ে পরিবারকে জানায়, সকলের ক্ষুদ্র দানে আমি বেঁচে তাকতে পারব।
মিথিলার পরিবার সূত্রে জানানাযায়, চিকিৎসকের পরামর্শ মতে মিথিলাকে বাঁচাতে হলে ভারতের হাসপাতালে আরও ৩ মাস চিকিৎসা নিতে হবে। এসময়ে তার চিকিৎসা চালাতে আরো প্রায় বিশ লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু এত টাকা ব্যয় করার মতো অবস্থা তার স্কুল শিক্ষক বাবার পক্ষে সম্ভব নয়। পঞ্চম ও আষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাাওয়া মেধাবী মিথিলাকে বাঁচতে তার বাবা মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক লি: ক্যান্টনমেন্ট করপোরেট শাখা ঢাকা সঞ্চয়ী হিসাব নং ৩৪৫০১৯৫১ বিকাশ নাম্বার ০১৭৬৩৭১৬৭৩৬।





ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় বড় ভাইকে দেখতে এসে হামলার শিকার
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
আজ ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ