সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » মুদি দোকানে দেড় হাজার নতুন পাঠ্যবই : আটক-১
মুদি দোকানে দেড় হাজার নতুন পাঠ্যবই : আটক-১
ময়মনসিংহ অফিস :: (১৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫মি.) ময়মনসিংহে বিনামূল্যে বিতরণের নতুন পাঠ্যবই মজুদ করে রাখার অভিযোগে নগরীর কালিকাপুর এলাকার ইসরাফিল (৩২)নামে এক মুদি দোকানীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । এ সময় দেড় হাজার নতুন বই উদ্ধার করা হয়।
ময়মনসিংহ নগরীর কালিকাপুর এলাকারই বাসিন্দা ওই ব্যক্তিকে নিজের মুদি দোকানে অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস রবিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান,এসময় ষষ্ঠ থেকে নবম শ্রেণির দেড় হাজার নতুন বই উদ্ধার করা হয়।
এসআই পরিমল আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শহরতলির কালিকাপুর এলাকায় বিনামূল্যে বিতরণের সরকারি বই অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর এলাকায় ইসরাফিলের মুদি দোকানে অভিযান চালায়। এ সময় ওই দোকানের ভেতর থেকে দেড় হাজার নতুন বই উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ইসরাফিলকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ইসরাফিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিমল চন্দ্র আরও জানান, বইগুলো কীভাবে পেয়েছে এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল, তা জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত আরো জানা যাবে।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ