বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » আইইউটির সমাবর্তনে শিক্ষামন্ত্রী
আইইউটির সমাবর্তনে শিক্ষামন্ত্রী

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভারসিটি অব টেকনোলজির (আইইউটি) ২৯তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে ৷
২ ডিসেম্বর বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ও ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ৷
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার উত্কর্ষতা সাধনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্ভব সকল ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে, যেখানে শিক্ষার্থীরা শিখবে এবং শিক্ষকরা যত্নের সঙ্গে শেখাবে৷ আর অভিভাবকরা হবে এ কার্যক্রমের সহযোগী অংশীদার ‘ এসময় শিক্ষামন্ত্রী আইইউটির প্রকৌশল শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন ৷
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওআইসির মহাসচিবের পক্ষে সহকারী মহাসচিব মোহাম্মদ নাইম খান ছাড়াও আইইউটির পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষা সচিব এএস মাহমুদ বক্তব্য দেন ৷ অনুষ্ঠানে মির্জা ফোয়াদ আদনানকে ওআইসি স্বর্ণপদক এবং তিন শিক্ষার্থীকে আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয় ৷ এছাড়া এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৩২ শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয় ৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ